বিজ্ঞাপন

‘নির্বাচনে জয়ী হতে কোনো পেশিশক্তি ব্যবহার করব না’

September 18, 2022 | 5:42 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম অনুযায়ী একটা নির্বাচন আসবে। জনগণ তাতে ভোট দেবে। জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনায় আসবে। কিন্তু নির্বাচনে জয়ী হতে আমরা কোনো পেশিশক্তি ব্যবহার করব না।

বিজ্ঞাপন

রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। দেশে আরো অনেক রাজনৈতিক দল রয়েছে। সভা-সমাবেশ বা কর্মসূচি করা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। সরকার সব সময় বলে আসছে সব রাজনৈতিক দল সমানভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু সহিংসতা করলে সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুমিল্লায় আওয়ামী লীগের সিনিয়র নেতাকে আহত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। যদি কেউ অতি উৎসাহ হয়ে কিছু করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রতি বনানীতে হওয়া সংঘর্ষের ঘটনাও জানতে হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘সংর্ঘষ দুই দিক থেকেই হচ্ছে। আওয়ামী লীগও করছে আবার বিএনপি থেকেও করছে। মুখোমুখি সংঘর্ষ হচ্ছে।’ উদাহরণ টেনে বলেন, ‘এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, আইন মেনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা। সভা সমাবেশে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেসব ছেড়ে সংঘর্ষে লিপ্ত হলে তো ছেড়ে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী দেখছে, যেখানে সংঘর্ষ লাগার আশঙ্কা তৈরি হতে পারে সেখানেই ব্যবস্থা নিচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, ‘এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বিনা দোষে কারও বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। কোনো অভিযোগও পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন