বিজ্ঞাপন

ম্যানেজার ভূমিকায় ফুটবলার এমিলি

April 25, 2018 | 9:02 pm

জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ‘খেলা ছাড়ার পর ফুটবল সংগঠক হওয়ার ইচ্ছা আছে। এই ইচ্ছার কথা মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ভাই আগে থেকেই জানতেন। তিনিই আমাকে প্রস্তাব দিয়েছেন, এই মৌসুমে যেহেতু কোনো খেলা নেই, তাই অ-১৮ ফুটবল টুর্নামেন্টে মোহামেডানের ম্যানেজার হিসেবে কাজ করতে। এভাবেই মূলত সম্পৃক্ত হওয়া।’

বিজ্ঞাপন

এভাবেই জানালেন নতুন অভিজ্ঞতার স্বাদ পেতে যাওয়া দেশের তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি এখন আসন্ন অনূর্ধ¦-১৮ যুব ফুটবল টুর্নামেন্টে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার প্রফাইলে নতুন পরিচয়ও যোগ হলো। ম্যানেজার এমিলি।

তবে ফুটবল খেলা ছেড়ে দেন নি তিনি। দেশের ঘরোয়া ফুটবল চালিয়ে যাবেন একই ক্লাবের জার্সি গায়ে জড়িয়েই। তবে, আপাতত সংগঠক হওয়ার পথে ম্যানেজার হওয়ার সুযোগ লুফে নিতে দেরিও করেননি তিনি।

আজ বুধবার বাফুফে পাড়ায় এমিলির উপস্থিতি দেখে একটু চমকে যাওয়ার মতো। অনূর্ধ¦-১৮ যুব ফুটবল টুর্নামেন্টের লগো উন্মোচন অনুষ্ঠানে ঠিক কি কারণে তার আগমন তা স্পষ্ট হলো বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সম্বোধন পর্বে।
এমিলিও নতুন অভিজ্ঞতা নিতে প্রস্তুত, ‘দল হিসেবে মোহামেডান বড় এবং ঐতিহ্যবাহী দল। তাই এখানে কাজ করতে পারলে আমার অনেক কিছু শেখা হবে, অভিজ্ঞতাও হবে।’

বিজ্ঞাপন

মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সঙ্গে জাহিদ হাসান এমিলি ও তার সন্তান

এমিলি নিজেও বয়সভিত্তিক ফুটবল খেলে এই পর্যন্ত এসেছেন। বাফুফের অ-১৮ ফুটবল টুর্নামেন্টে মোহামেডান টিমটি কেমন হয়েছে? ‘আমার কাছে মনে হয়েছে মোহামেডান দলে অনেক মেধাবী খেলোয়াড় আছে। কিছু খেলোয়াড় নেয়া হয়েছে তৃতীয় বিভাগ থেকে, কিছু খেলোয়াড় নিয়েছি ট্রায়ালের মাধ্যমে।’

উদীয়মান খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন এমিলি, ‘এই খেলোয়াড়রে ভবিষ্যত নির্ভর করবে আমাদের ওপর, আমরা কিভাবে তাদের কাজে লাগাবো তার ওপর। যদি তাদের এই আসর খেলিয়ে তাদের দুই-তিনজনকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করে বাকিরে ছেড়ে দিই, তাহলে এদের অনেকেই হারিয়ে যাবে। পরের কোন ধাপে গিয়ে খেলতে পারবে না। এমনটা যেন না হয়, এজন্য উচিত হবে এই খেলোয়াড় সবাইকে অন্তত দুই বছর ধরে রাখা। সেক্ষেত্রে তারে সঙ্গে একটি কার্যকর চুক্তি করা আবশ্যক। এতে করে খেলোয়াড়রা যেন লাভবান হবে, তেমনি উপকৃত হবে ক্লাবও। অ-১৮ পর্যায়ে খেলা মানেই সিনিয়র বা জাতীয় দলে খেলার হাতছানি। আমারে উচিত তাদেরকে এই সুযোগটা তাদের করে দেয়া।’

এছাড়াও এই দল থেকে কিছু খেলোয়াড় পেশাদার লিগের সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পেতে পারেন বলে জানান তিনি, ‘যেহেতু আমি আগামী মৌসুমেও মোহামেডানে খেলব বলে চুক্তিবদ্ধ, সেহেতু মোহামেডানের অ-১৮ ল নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে এই দল থেকে তিন-চার ফুটবলারকে আগামী মৌসুমে মোহামেডানের সিনিয়র দলে খেলানোর। এমন কিছু খেলোয়াড়কে ইতোমধ্যেই আমার পছ› হয়েছে। গত মৌসুমে মোহামেডান সিনিয়র দলে অ-১৮ বছর বয়সী ফুটবলার ছিল তিনজন। তারা পরে জাতীয় দলেও খেলেছে। এবারও তাই থাকবে বলে আশা করি।’

বিজ্ঞাপন

মোহামেডানের অ-১৮ দলগঠন প্রক্রিয়ায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এমিলি। ট্রায়ালের সময় কোচ রাশে আহমেদ পাপ্পুর সঙ্গে খেলোয়াড় বাছাই করেছেন। ‘আমি ব্যক্তিগতভাবে তৃতীয় বিভাগ উপক্ষো করে যারা একদম নতুন, তাদেরই বেছে নেয়ার চেষ্টা করেছি।’

পেশাদার লিগের দলবদলের সময় আসার আগে প্রত্যেক দল আসন্ন বিপিএলকে ঘিরে দল গোছানো শুরু করেছে। পিছিয়ে নেই মোহামেডানও। কতদূর এগুলো মোহামেডানের সিনিয়র দলগঠন প্রক্রিয়া? ‘দলগঠন প্রক্রিয়া অনেকদূর এগিয়ে গেছে। ইতোমধ্যে ১০-১২ ফুটবলারের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। সেই সঙ্গে থাকবে বেশকিছু জুনিয়র খেলোয়াড়। এবার দলে জুনিয়রই সংখ্যাগরিষ্ঠ থাকবে। সিনিয়র খেলোয়াড় থাকবে মাত্র পাঁচ-সাতজন। মোটকথা আমারে দল হবে তারুণ্যনির্ভর।’

জাহিদ হোসেন এবং মামুনুল ইসলামের মোহামেডানে যোগ দেয়ার গুজব প্রসঙ্গে এমিলি বলেন, ‘মামুনুলের বিষযে কিছু জানি না। তবে জাহিদের মোহামেডানে যোগ দেয়ার সম্ভাবনা আছে বলে শুনেছি। সাথে আতিকুর রহমান মিশু, মিঠুন চৌধুরী, লেফট ব্যাক শাকিলও আসতে পারে।

মারাতœক ইনজুরি এবং সার্জারির কারণে গত মৌসুমে আনফিট থাকায় বলতে গেলে প্রিমিয়ার লীগ খেলতেই পারেননি ফিট। আশা করি আগামী মৌসুমে ভালভাবেই খেলতে পারবো এবং শততম লীগ-গোল করার স্বপ্ন পূরণ করতে পারবো।’ মজা করে এমিলি আরও যোগ করেন, ‘শততম লিগ-গোল না করে কিন্তু খেলা ছাড়ছি না!’

বিজ্ঞাপন

খেলা ছেড়ে সংগঠক হলেও কোচ হওয়ার ইচ্ছা নেই এমিলির। ‘তবে ভবিষ্যতে কখনও কোচ হব না, এটা নিশ্চিত করে বলতে পারি। যেটা হতে পারি, তা হলো কোন ক্লাব বা বাফুফের কর্মকর্তা (এক্ষেত্রে নির্বাচন করে আসতে হবে)। সেখান থেকে ফুটবলে কাজ করতে পারি।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন