বিজ্ঞাপন

ছাত্রলীগ কর্মীর জন্মদিনে কেক না কাটায় সাংবাদিককে মারধর

September 27, 2022 | 2:06 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটতে না যাওয়ায় তাকে মারধর করা হয়। একইসঙ্গে ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ না নিলে হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ২১২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। মারধর শিকার সাংবাদিক রিদওয়ান আহমদ। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল ও দৈনিক নয়া শতাব্দীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।

মারধরে অভিযুক্তরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরশিল আজিম নিলয়, একই শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের আবু বকর সিদ্দিক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শোয়েব আতিক। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের ‘বিজয়’ গ্রুপের নেতাকর্মী। ‘বিজয় গ্রুপ’ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

ভুক্তভোগী রিদওয়ান বলেন, ‘ছাত্রলীগ কর্মীর জন্মদিনে কেক কাটতে না যাওয়ায় আমাকে মারধর করা হয়েছে। আরশিল আজিম মারধর করার নির্দেশ দেন। তার নির্দেশে শোয়েব কিল-ঘুষি ও চড় থাপ্পড় দেয়। এরপর বিজয় গ্রুপের নেতা আল আমিনকে ফোনে বিষয়টা জানানোয় আমাকে আরেক দফায় মারধর করা হয়।’

বিজ্ঞাপন

‘বিজয় গ্রুপে’র নেতা আল আমিন বলেন,‘ রিদওয়ান ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। সাংবাদিককে মারধর আমি সমর্থন করি না। মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন