বিজ্ঞাপন

হিলি চেকপোস্টে সাংবাদিকদের ওপরে হামলা

October 1, 2022 | 4:26 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

হিলি: দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপারের নিউজ সংগ্রহ করতে গিয়ে হামালার স্বীকার হয়েছেন সাংবাদিকরা। এ সময় আরটিভির সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এনটিভির সাংবাদিক জাহিদুল ইসলাম, সময় টিভির সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আরটিভির সাংবাদিক আব্দুল আজিজ, এখন টিভির সাংবাদিক সোহেল রানা, এশিয়ান টিভির সাংবাদিক শাহিন, বাংলা টিভির কুদ্দুস আলী উপস্থিত ছিলেন। তারা বলে, ‘সকালে পাসপোর্ট যাত্রী পারাপারের নিউজ সংগ্রহ করতে গেলে একদল দুর্বৃত্ত উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। এক পর্যায়ে তারা আরটিভির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম ঘটনাস্থল আসেন।’

ওসি বলেন, ‘হিলি চেকপোস্টে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এমন সংবাদে ঘটনাস্থলে আসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, ‘পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।’

সারাবাংলা/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন