বিজ্ঞাপন

মালয়েশিয়ার কাছে হেরে গেলো বাংলাদেশ

April 26, 2018 | 6:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

সিঙ্গাপুর ও কম্বোডিয়াকে উড়িয়ে দেয়া বাংলাদেশের যুবারা প্রথম হারের স্বাদ পেলো। মালয়েশিয়ার বিপক্ষে হেরে গেলো যুব হকি অলিম্পিক বাছাইপর্বের তৃতীয় ম্যাচে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে থাইল্যান্ডের ব্যাংককে পুল ‘বি’ এর ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭-৪ ব্যবধানে হেরেছে গোপিনাথ কৃষ্ণমুর্থীর শিষ্যরা।

যুব অলিম্পিক বাছাইপর্বের ম্যাচগুলোতে প্রতিদলে খেলছে পাঁচজন করে। ‘ফাইফ-এ-সাইড’ সংস্ক্ররণ এ টুর্নামেন্টে আজ ছিল বাংলাদেশের তৃতীয় ম্যাচ।

বিজ্ঞাপন

তিন অর্ধের ৩০ মিনিটের ম্যাচে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তিন মিনিটে গোলের খাতা খোলেন মোহাম্মদ আলম, শাওন করেন দুটি গোল আর সবুজ একটি গোল করেন। অন্যদিকে মালয়েশিয়ার হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন রশদী মোহাম্মদ। বাকী তিনটি গোল আসে আনোয়ার মোহাম্মদের স্টিক থেকে।

এ হারে বাংলাদেশের আশা ক্ষীণ হলো আরও। বাছাইপর্বের সেরা দুই দল যুব অলিম্পিকে জায়গা করে নেবে। ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে যুব অলিম্পিক অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন