বিজ্ঞাপন

১০৪ দেশ পেল টি-টোয়েন্টি স্ট্যাটাস

April 26, 2018 | 6:17 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ক্রিকেটখেলুড়ে ১০৪টি সদস্য রাষ্ট্রের সবাইকে দেওয়া হলো টি-টোয়েন্টি মর্যাদা। ক্রিকেটের বিশ্বায়নে এমন যুগপোযোগী সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে ১০৪টি ক্রিকেট খেলুড়ে দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়ে দিয়েছে তারা। এই মর্যাদার সঙ্গে গ্লোবাল র‌্যাংকিং সিস্টেমও চালু করবে আইসিসি।

বর্তমানে টেস্ট খেলুড়ে ১২ দেশসহ টি-টোয়েন্টি মর্যাদা আছে আর ৬টি দেশের। সেগুলো হলো নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ড, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টিতে এবার ১০৪টি দেশ পাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ খেলার মর্যাদা।

কলকাতায় চলমান আইসিসির বোর্ড সভা শেষে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি জানান, আইসিসির নিয়ন্ত্রণে থাকা সব দেশের পুরুষ ও নারী উভয় দলই পাবে এই মর্যাদা।

বিজ্ঞাপন

এর মানে যে কোনো দুটি দেশের টি-টোয়েন্টি ম্যাচ হলেই সেটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে গণ্য করা হবে।

সব দেশের পুরুষ ক্রিকেট দলের এই মর্যাদা চালু হবে আগামী বছরের প্রথম দিন থেকে। তবে, এ বছরই নারী ক্রিকেটের মর্যাদা দেওয়া হচ্ছে। আগামী ১ জুলাই থেকে সব দেশের মেয়েদের দল পাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন