বিজ্ঞাপন

নেপালকে কোনো ছাড় দেবে না মেয়েরা

December 16, 2017 | 6:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

চার জাতির সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর আগে বাকি তিন দলের দৃষ্টিতে ‘ফেভারিট’ গোলাম রব্বানী ছোটনের দল। ঘরের মাঠে খেলা, তাই নিজেদের পারফরম্যান্স নিয়েও দারুণ আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের খুদে টাইগ্রেসরা।

আগামী রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চার দল নিয়ে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। শনিবার চার দলের সংবাদ সম্মেলনে স্বাগতিক বাংলাদেশকে বাকি তিন দলেল কোচই এগিয়ে রাখলেন।

এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের মিশন শুরু হবে নেপালের বিপক্ষে। নেপালকে কোনো রকম ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে টাইগ্রেসদের কোচ ছোটন জানান, ‘মাঠের বাইরের আন্তরিকতা আর মাঠের খেলা এক নয়। ২০১৫ সালে নেপালে খেলতে গিয়েছিল মেয়েরা। সেবার ভয়াবহ ভূমিকম্পের সময় নেপাল ফুটবল ফেডারেশন আমাদের অনেক সহযোগিতা করেছে। সেটা কখনো ভুলবার নয়। তবে, মাঠের খেলা মানে যুদ্ধ, আর যুদ্ধ জয়ের জন্য আমরা সবকিছুই করব। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে জয়ের চেষ্টা করব।’

২০১৬ সালে তাজিকিস্তানে হওয়া এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের সেরা হওয়ার পথে নেপালকে গোলে ভাসিয়ে দিয়েছিল বাংলাদেশ। দলের অধিনায়ক মারিয়া মান্ডা জানালেন নিজের অভিব্যক্তি, ‘এবার নিজেদের মাঠে খেলা। এই সুযোগ কাজে লাগাতে সর্বশক্তি নিয়ে আমরা খেলতে নামব। জয়ের চেষ্টা করব। এর আগে নেপালকে আমরা ৯-০ গোলে হারিয়েছিলাম। তাছাড়া এবার আমেরদ ওপর কোনো চাপও নেই।’

সারাবাংলা/এমআরপি/১৬ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন