বিজ্ঞাপন

আবারও হায়দরাবাদের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

April 27, 2018 | 12:22 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

কদিন আগেই এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, কলকাতার চেয়ে হায়দরাবাদে বরং আরও ভালোভাবে মানিয়ে নিয়েছেন। সেই প্রমাণ মাঠেও দিয়ে যাচ্ছেন, কাল ব্যাটে-বলে আরও একবার অবদান রেখেছেন পাঞ্জাবের বিপক্ষে হায়দরাবাদের ১৩ রানের জয়ে। ব্যাট হাতে পরিস্থিতির বিচারে মহামূল্যবান ২৮ রান করার পর বল হাতে নিয়েছেন দুই উইকেট।

অবশ্য নিজের পারফরম্যান্সের চেয়ে দল যেভাবে জিতেছে, সেটা সাকিবকে আরও বেশি তৃপ্তি দিতে পারে। শুরুতে ব্যাট করে মোটে ১৩২ রান করতে পেরেছিল হায়দরাবাদ, টি-টোয়েন্টিতে যা আসলে কিছুই নয়। তবে টানা দ্বিতীয় ম্যাচে এমন লো স্কোর নিয়েই জয় পেয়ে গেছেন সাকিবরা। রশিদ খানের সাথে সেখানে বড় অবদান সাকিবেরও।

সাকিব যখন ব্যাট হাতে নেমেছিলেন, ২৭ রানে হায়দরাবাদ হারিয়ে ফেলেছে ৩ উইকেট। নিয়মিতই পাঁচে ব্যাট করার সুযোগ পাচ্ছেন, তবে সেভাবে তা কাজে লাগাতে পারেননি এখনও। কালও কোনো রান করার আগেই বারিন্দর স্রানের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন থার্ডম্যানে। কিন্তু রিপ্লেতে দেখা যায়, স্রান পা ক্রিজের বাইরে ছিল। নো বলে বরং চার মেরে রানের খাতা খুলেছেন সাকিব।

বিজ্ঞাপন

তবে হায়দরাবাদের উইকেটে ব্যাট করা মোটেই সহজ ছিল না। মনীশ পান্ডে ও সাকিবকে তাই সিঙ্গেলের ওপরেই বেশি ভরসা করতে হচ্ছিল। সাকিব অবশ্য তিনটি চার মেরেছিলেন, কিন্তু সেভাবে হাত খুলে খেলতে পারছিলেন না। তারপরও দুজনের ৫২ রানের জুটিটা পথ দেখিয়েছে স্বাগতিকদের। ভাগ্যও পক্ষে ছিল তাদের, পাঞ্জাবের ফিল্ডাররা গোটা তিনেক ক্যাচ ফেলে থিতু হওয়ার সুযোগ করে দিয়েছেন তাঁদের। শেষ পর্যন্ত সাকিবের ২৯ বলে ২৮ রানের ইনিংসটা শেষ হয়েছে মুজিব উর রেহমানের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে। পান্ডে শেষ ওভারে আউট হওয়ার আগে করেছেন ৫১ বলে ৫৪ রান। কিন্তু হায়দরাবাদের রানের চাকা কখনোই খুব একটা গতি পায়নি, ১৩২ এর বেশি করতে পারেনি। তরুণ পেসার অঙ্কিত রাজপুত ১৪ রানে ৫ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন তাদের।

পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল শুরুটা ভালোই করেছিলেন, তুলে ফেলেছিলেন ৫৫ রান। রশিদ খানের দুর্দান্ত এক বলে রাহুলের আউটে শুরু, এরপর বিপজ্জনক গেইলকে ২৩ রানে ফিরিয়ে দিয়েছেন বাসিল থাম্পি। দশম ওভারে সাকিব বল হাতে পান, ৬ রান দিয়ে কোনো উইকেট পাননি ওই ওভারে। তবে পরের ওভারের প্রথম বলেই সাকিবের আঘাত, লং অনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন মায়াঙ্ক আগরওয়াল।

তবে সাকিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট এসেছে তৃতীয় ওভারে। মুখোমুখি প্রথম বলেই ছয় মেরেছিলেন বিপজ্জনক অ্যারন ফিঞ্চ, পরের বলটা আবার মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন পান্ডেকে। ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

তবে হায়দরাবাদে কাজ বাকি ছিল তখনও। রশিদ খান সেই কাজটা সেরেছেন ভালোমতোই। সেজন্যই ৭৭ রানে ২ উইকেট থেকে ১০১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে পাঞ্জাব, ১৯ রানে ৩ উইকেট পেয়েছেন রশিদ খান। শেষ উইকেটে মুজিব ও অঙ্কিত চেষ্টা করেও জেতাতে পারেননি, ১১৯ রানেই গুটিয়ে গেছে পাঞ্জাব। সাত ম্যাচে এটি হায়দরাবাদের পঞ্চম জয়, সমান ম্যাচে পাঞ্জাভের তা দ্বিতীয় পরাজয়।

 

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন