বিজ্ঞাপন

গুলশানে আগুনের ধোয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

October 13, 2022 | 4:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী গুলশানে একটি ছয় তলা ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে স্বামী স্ত্রী মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গুলশান-১ সাত নম্বর রোডের একটি বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলশান থানার ওসি জানান, বুধবার মধ্যরাতে সাত নম্বর রোডের ছয়তলা বাড়ির পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পরেন। পরে তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান। তবে তাদের শরীরে দগ্ধের কোন চিহ্ন নেই। তাদের মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাত নম্বর রোডের ওই বাড়িটির পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরপর এ ঘটনায় বেডরুমে থাকা দুইজন ধোয়ায় অসুস্থ হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিক্যান্ডের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন