বিজ্ঞাপন

বিপিএল নিয়ে ভয়ানক তথ্য জানালেন ন্যানেস

December 16, 2017 | 7:17 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। নিষিদ্ধ হওয়ার পর বিপিএলের মঞ্চে আর নামা হয়নি তার। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের এক মালিক ফিক্সিংয়ে অভিযুক্ত হন।

সেই আসরকে নিয়ে আরও ভয়ানক তথ্য দিয়েছেন সেবার সিলেট রয়েলসের জার্সিতে খেলা অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডির্ক ন্যানেস।

সম্প্রতি অ্যাশেজের ম্যাচে ফিক্সিং হচ্ছে এমন খবরে উত্তাল পুরো ক্রিকেট বিশ্ব। অ্যাশেজের ফিক্সিং নিয়ে কথা বলতে গিয়ে ন্যানেস বিপিএলের ফিক্সিং নিয়েও মুখ খুলেছেন। জানিয়েছেন তোলপাড় করা সব খবর।

বিজ্ঞাপন

অ্যাশেজের ফিক্সিং বিষয়ে কথা বলতে গিয়ে এবিসি রেডিওতে ন্যানেস জানান, আমি যে বছর বিপিএল খেলেছি সে বছর বেশ কয়েকটি ম্যাচ টেলিভিশনে দেখেছি। আসলে টিভিতে চোখ রেখে সব বোঝা যায় না। মাঠে সবার চোখের সামনেই ফিক্সিং করেছেন ফ্রাঞ্চাইজি মালিকরা।

ন্যানেস আরও বলেন, ‘বিপিএলে মালিকরা নিজে থেকেই ফিক্সিংয়ে এগিয়ে আসত। তাদের মাঠে প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু একজন টিম ম্যানেজার মালিকের কাছে যেত এবং বলে দিত আমরা এরপর কী করতে যাচ্ছি। তারপর মাঠে থাকা ম্যানেজার কোচের কাছে যেত।’

ন্যানেস যোগ করেন, ‘নব কিছুই সবার চোখের সামনে ঘটতো। এমনকি নিরাপত্তাকর্মীরাও বলতেন অনেক হয়েছে। তারপরও এটা চলতো। মালিকরা ফোনে যোগাযোগ রাখতো এবং কোচের সঙ্গে সব সময় কথা বলতো। কারণ তারা একটি দলের মালিক।’

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলা অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার জানান, ‘নিরাপত্তাকর্মীরা এ ব্যাপারগুলো বেশ ভালো করেই জানতো। মাঠে যারা থাকতো তারাও জানতো, সবাই জানতো। স্পটে যারা থাকতো তাদের শার্টে মাইক্রোফোন লাগানো থাকতো, কোমরে মোবাইল ফোন থাকতো। এভাবেই তাদের তথ্য আদান-প্রদান করতে দেখা যেতো। সেখানেই সম্ভাব্য সবকিছুই ঘটতো। অথচ নিরাপত্তকর্মীদের তাদের বের করে দেওয়া ছাড়া কিছুই করার ছিল না। আসলে বাংলাদেশ অন্য কিছু তারা করতে পারত না।’

সারাবাংলা/এমআরপি/১৬ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন