বিজ্ঞাপন

জাতিসংঘের প্রতিনিধিরা আসছেন শনিবার

April 27, 2018 | 7:28 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: চলমান রোহিঙ্গা সঙ্কটের পরিস্থিতি সরেজমিন দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের একটি দল শনিবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সফরে আসছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের দলটি সরাসরি কক্সবাজারে যাবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রতিনিধি দলকে কক্সবাজারে স্বাগত জানাবেন।

আগামী রোববার ঢাকার অভিজাত হোটেল রেডিসন ব্লুতে জাতিসংঘের প্রতিনিধি দলটির উদ্দেশে এক নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী সোমবার দুপুরে প্রতিনিধি দলটির সাক্ষাৎ করার কথা রয়েছে।

জাতিসংঘের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর শেষে একই ইস্যূতে আগামী ৩০ এপ্রিল দুইদিনের সফরে মিয়ানমার যাবেন। তবে রোহিঙ্গা নির্যাতনের মূল স্থান রাখাইন অঞ্চলে প্রতিনিধি দলটিকে পরিদর্শনের অনুমতি দেয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

প্রতিনিধি দলটির বাংলাদেশ সফরের উদ্দেশ্য হচ্ছে, রোহিঙ্গা নির্যাতনের সার্বিক বিষয় সম্পর্কে সরাসরি জানা। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামনের বর্ষা মৌসুমে কক্সবাজারের শিবিরগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা কী হবে তা নিরুপন করা।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলটির পরিদর্শন শেষে ফিরে গিয়ে মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে রেজ্যুলেশন পাস করার কথা রয়েছে। তবে নিরাপত্তা পরিষদের ক্ষমতাধর কয়েকটি রাষ্ট্রের কারণে তা সম্ভব হবে কিনা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে কূটনৈতিক সূত্রগুলো।

এদিকে, রোহিঙ্গা বা অন্য কোনো ইস্যূতে জাতিসংঘের এমন বৃহৎ ও ক্ষমতাশালী দল এর আগে কখনো বাংলাদেশ সফরে আসেনি। ঠিক যে মুহূর্তে জাতিসংঘের দলটি সফরে আসছেন, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব অস্ট্রেলিয়া সফরে থাকবেন। বৈশ্বিক সর্বোচ্চ সংস্থার এমন বৃহৎ দলের সফরের সময় রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সকলেই দেশের বাইরে সফরে থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা চলছে কূটনৈতিক অঙ্গণে।

পশ্চিমা দেশের একজন কূটনৈতিক বলেন, রোহিঙ্গা ইস্যূতে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এতো বড় একটা দল যখন বাংলাদেশ সফর করছে, তখন বাংলাদেশের উচিত বৈশ্বিক এই সংস্থা থেকে তাদের সর্বোচ্চ অধিকার আদায় করে নেয়া।

তিনি আরও বলেন, এখানে দর কষাকষির (নেগোশিয়েসন) বিষয় রয়েছে। আর এই দর কষাকষি করবেন মূলত রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা। অথচ পররাষ্ট্রমন্ত্রী বা সচিব এরা কেউই সফরের সময় দেশে থাকছেন না।

বিজ্ঞাপন

পূর্ব দেশের একজন কূটনৈতিক বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী বা সচিবের দেশে না থাকাটা হতাশাজনক।

১৫ সদস্যদের দলে জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রয়েছে। এ ছাড়া এই দলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং চীনের সহ-স্থায়ী প্রতিনিধি রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীন এই দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।

এ ছাড়া ১৫ সদস্যের দলে নেদারল্যান্ডস, কুয়েত, বলিভিয়া, ইথিওপিয়া, কাজাখাস্তান, পেরু, পোলান্ড, সুইডেন এবং আইভরি কোস্টের প্রতিনিধিরা রয়েছে।

গত বছরের আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন শুরু হলে সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে কক্সবাজারসহ দেশের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে।

সারাবাংলা/জেআইএল/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন