বিজ্ঞাপন

ফিট থাকলে টেস্টে মাশরাফিকে বিবেচনা করা হবে

April 27, 2018 | 7:31 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ফার্স্ট বোলারদের দুরাবস্থা আর মাশরাফি বিন ‍মর্তুজার সাম্প্রতিক দুর্দান্ত পারফর্মেন্সে ক্রিকেট পাড়ায় সাদা পোশাকে ম্যাশের ফেরা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। টেস্ট ক্রিকেটে ফেরার ইচ্ছাটা অনেকদিন আগে থেকেই জানিয়ে আসছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক ম্যাশ।

তবে, বিসিবি সাফ জানিয়ে দিয়েছিল, মাশরাফিকে ‍শুধু সীমিত ওভারের জন্য বিবেচনা করা হবে। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মাশরাফি ফিট থাকলে টেস্ট ক্রিকেটে তাকে বিবেচনা করা হবে।’ শুক্রবার (২৭ এপ্রিল) মিরপুর সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শেষে তিনি এ কথা বলেন।

জাতীয় দলে না হলেও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার দক্ষিণাঞ্চলের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন ম্যাশ। নড়াইল এক্সপ্রেসের ‘টেস্ট প্রত্যাবর্তন’ দেখে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন। নিজেকে ফিট রাখার জন্যই বিসিএলে খেলছেন বলে জানিয়েছেন, ‘কোন বিশেষ উদ্দেশ্য নয়, আমি আসলে নিজেকে ফিট রাখার জন্য খেলছি। প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে অনেকে আগেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক খেলাও নেই। ম্যাচ অনুশীলন খুব জরুরি। তাই বিসিএলে খেলছি। নিজেকে ধরে রাখাই মূল উদ্দেশ্য।’

বিজ্ঞাপন

এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছেন মাশরাফি। ৩৯ উইকেট নিয়ে আগের সব রেকর্ড ভেঙেছেন অধিনায়ক। লিস্ট এ হওয়ার পর প্রিমিয়ার লিগে এটাই কোন বোলারের সেরা সাফল্য। শুধু উইকেটের দিকেই নয়, রান দেওয়াতে ভীষণ কৃপণ ছিলেন। তাই নিজের ছন্দ ধরে রাখাও গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

সেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন নড়াইল এক্সপ্রেস। বিসিবি সভাপতির শুক্রবারের বক্তব্যের পর সাদা পোশাকে ম্যাশকে দেখতে ভক্তদের আকাঙ্খাটা বাড়লো বৈকি!

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন