বিজ্ঞাপন

হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড

October 24, 2022 | 5:37 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: অপহরণের পর বান্দরবানে থানচিতে তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যোহন ত্রিপুরা, ক্যহিম ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, সানি ত্রিপুরা, সালাউ ত্রিপুরা, সেনেদ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা এবং শিগরাম ত্রিপুরা। একইসঙ্গে অপহরণ’সহ বিভিন্ন ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার আইনজীবী ইকবাল করীম জানান, ২০১৬ সালে থানচি-আলীকদম সড়কে ডেকে নিয়ে তিন গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়। অপহরণের পর বান্দরবানে থানচিতে তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে অভিযুক্ত ১০ জন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় ২৬৪ ধারায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

২০১৬ সালের ১৬ এপ্রিল থানচি এবং আলীকদম উপজেলা সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে তিন গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিহতেরা হলেন আবু বক্কর, নূরুল আবছার এবং সাহাব উদ্দিন।

এ ঘটনায় নিহত ব্যবসায়ী আবু বক্করের বড়ভাই আবুল হাশেম বাদী হয়ে ২০১৬ সালের ১৭ এপ্রিল থানচি থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন