বিজ্ঞাপন

কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের দুই গ্রুপের হাতাহাতি

April 28, 2018 | 12:50 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: তাবলীগ জামাতের কেন্দ্রস্থল বলে পরিচিত ঢাকার কাকরাইল মসজিদে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মসজিদ এলাকা থেকে সরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদ বিরোধীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান,  ভবিষ্যতে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য উভয়পক্ষকে নিয়ে বসে শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। এখন থেকে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির বিষয়ে তাবলীগ জামায়াতের মুরব্বি জুনায়েদ সিদ্দিকী বলেন, ‘বিতর্কিত মাওলানা সাদ বিরোধীরা ঝামেলা করার জন্য বাইরে থেকে কিছু যুবককে নিয়ে মসজিদে অবস্থান নেয়। মসজিদে যাদের আনা হয়েছিল তারা তাবলীগের কেউ নয়। তারা বিভিন্ন কওমি মাদরাসার ছাত্র।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন