বিজ্ঞাপন

‘সব ক্ষেত্রেই পাকিস্তানকে বয়কট করা উচিৎ’

April 28, 2018 | 12:56 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

এই প্রথমবার নয়, গৌতম গম্ভীর এর আগেও ভারত-পাকিস্তান সীমান্ত ইস্যুতে পাকিস্তানের সমালোচনায় মেতেছিলেন। সীমান্ত হত্যা বন্ধ না হলে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার ঘোর বিরেধী তিনি। সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির বিতর্কিত মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছিলেন গম্ভীর। এবার জানালেন, শুধু দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজই নয়, সব ক্ষেত্রেই পাকিস্তানকে বয়কট করা উচিৎ।

সদ্য দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব ছেড়ে দেওয়া গম্ভীর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সীমান্তে হত্যা-লুন্ঠন বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করা দরকার ভারতের। এমন কি, পাকিস্তানিদের জন্য ভারতীয় চলচিত্র ও সঙ্গীত জগতের দরজাও বন্ধ করে দেওয়া উচিত বলে নিজের মতামত ব্যক্ত করেন তিনি।

গম্ভীর জানান, ‘সম্পতি পাকিস্তানের সঙ্গে সরকারিভাবে ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তাতে আলোচনার টেবিলে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া যায়নি। প্রত্যেকেরই ধৈর্যের একটা সীমা থাকে। শুধু পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করে কোনো লাভ নেই। যদি বয়কটের রাস্তায় হাঁটতে হয়, তবে সেটা সব ক্ষেত্রে হওয়া উচিৎ। ফিল্ম, মিউজিক ও অন্যান্য সমস্ত ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা দরকার ভারতের। দু’দেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পাকিস্তানিকেই ভারতে এসে পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত নয়।’

বিজ্ঞাপন

গম্ভীর আরও বলেন, ‘সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা উচিৎ। তবে আলোচনায় কাজ না হলে কঠোর পদক্ষেপ নিতে হয়। বিষয়গুলো নিয়ে রাজনীতি করে কোনো লাভ নেই। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অস্থিরতা নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন