বিজ্ঞাপন

ধর্ষক ও ধর্ষণের চেষ্টাকারীকে আইনি সহায়তা না দিতে আহ্বান

April 28, 2018 | 1:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় জড়িত গ্রেট তুরাগ পরিবহনের ড্রাইভার, হেলপার এবং কন্ডাকটারকে আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এই আহ্বান জানান। এ সময় তারা গ্রেফতার তিন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার দাবি জানিয়ে তারা বলেন, আইনজীবীদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এই ধরনের অপরাধীদের বাঁচাতে আপনারা আইনি সহায়তা দেবেন না। আমরা আরও দাবি জানাই, ড্রাইভার, হেলপার ও কন্ডাকটার নিয়োগ দেওয়া সময় অবশ্যই বাস মালিক সমিতি তাদের জাতীয় পরিচয়পত্র, জীবনবৃত্তান্ত ও লিখিত অঙ্গীকারনামা নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন