বিজ্ঞাপন

পরমাণু শক্তি কমিশন বিলের সংশোধনী পাস

November 2, 2022 | 12:20 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পরমাণু শক্তি কমিশনের দু’টি পদের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে, বিলের সংশোধনী, যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ নভেম্বর) সংসদের ২০তম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিলটি নিয়ে আলোচনাকালে বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেকনোক্র্যাট মন্ত্রী নিয়ে কটাক্ষ করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি সংসদ সদস্যদের শিক্ষা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। পরে অবশ্য মন্ত্রী ভুল বুঝেছেন বলে দাবি করেন আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা।

বিদ্যমান আইনে বলা আছে, পরমাণু শক্তি কমিশনের কাজে সহায়তার জন্য সরকার একজন ‘সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা’ ও একজন ‘সচিব’ নিয়োগ করবে। নতুন আইনে দুটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সচিব’ শব্দের পরিবর্তে ‘পরিচালক’ শব্দটি ব্যবহৃত হবে।

বিলের এই সংক্রান্ত ধারায় শব্দগত পরিবর্তন এনে বলা হয়েছে, সরকার কমিশনকে সহায়তা দেওয়ার জন্য সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত দফতর বা অধস্তন অফিসগুলোর সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদ থাকলেও ওই পদের নাম পরিবর্তন করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয়। এ পদের নামগুলো সচিবালয়ের বাইরে বিধিবহির্ভূতভাবে ব্যবহার করা হয়। তাই সরকার সিদ্ধান্ত নেয়, এই পদের নামগুলো পরিবর্তন করার। এর অংশ হিসেবে এই দুটি পদের নাম পরিবর্তন করা হচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন