বিজ্ঞাপন

বিশ্বকাপ ফরম্যাট নিয়ে রোমাঞ্চিত তামিম

April 28, 2018 | 6:45 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আরও এক বছরের বেশি সময় বাকি। তবে সূচি প্রকাশ করায় বিশ্বকাপ ক্রিকেটের আঁচ এরই মধ্যে লাগতে শুরু করে দিয়েছে ক্রিকেটে। বদলে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাসটাও আজ জানালেন তামিম ইকবাল।

হাঁটুর চোট থেকে আপাতত সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তামিম। প্রতিদিনই জিম করছেন, আজ রানিং সেশনও শুরু করেছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ জানালেন, ১৩ মে থেকে ক্যাম্পেও যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে নিজের চেয়ে তামিম আজ কথা বললেন দল নিয়েই।

১৯৯২ বিশ্বকাপের ফরম্যাট ২০১৯ বিশ্বকাপে ফিরছে আবার। গ্রুপ পর্বে সবগুলো দলই মুখোমুখি হবে একে অন্যের, সেখান থেকে চারটি দল যাবে সেমিফাইনালে। তামিম বাংলাদেশের জন্য এটা সুযোগ হিসেবেই দেখছেন।

বিজ্ঞাপন

‘ব্যক্তিগতভাবে ফরম্যাট খুবই রোমাঞ্চিত। একটা টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা, এই সুযোগ আমরা পাব। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে খেলা হবে, একটা সহযোগী দেশও আছে। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে সেই দলকে ভালো খেলতে হবে। প্রতিটি দলকে কঠোর পরিশ্রম করতে হবে। লম্বা সময় ধরে অনেক ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ।’

তামিম মনে করিয়ে দিচ্ছেন, এবারের বিশ্বকাপে লম্বা সময় ভালো খেলার বিকল্প নেই, ‘গ্রুপ থাকলে বোঝা যায় কটা ম্যাচ আমাদের জিততে হবে কোয়ালিফাই করতে। গ্রুপে এক-দুইটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো ৫-৬টা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে হবে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের জন্য। লম্বা সময় ভালো খেলতে হবে। টুর্নামেন্টে যদি আমরা স্মরণীয় করে রাখতে চাই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের এখনো এক বছর সময় আছে। এই সময়ে যে সিরিজগুলো আছে, আমরা যদি ভালো খেলি, সিরিজ যদি জিতি তবে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যাবে।’

কিছুদিন বিরতির পর সামনে বাংলাদেশের টানা খেলা। এফটিপিতেও সামনে অপেক্ষা করছে ব্যস্ত সময়। তামিম ব্যাপারটা দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশ যত ম্যাচ খেলবে গত ১০-১৫ বছরে মনে হয় এত ম্যাচ খেলেনি। এটা ইতিবাচক দিক। সবাইকে কৃতিত্ব দেওয়া উচিত। বোর্ড খেলোয়াড়কে। খেলোয়াড়েরা ভালো খেলেছে বলেই অনেক কিছু সম্ভব হয়। আগামী পাঁচ বছর আশা করি দলের সঙ্গে থাকব আর যত বেশি ম্যাচ খেলতে। চেষ্টা করব যে সুযোগগুলো আসছে দু’হাতে লুফে নিতে। শুধু খেলার জন্য খেলা নয়, চেষ্টা করব ভালো খেলতে।’

বিজ্ঞাপন

কথা উঠল কোচ নিয়েও। তামিম এখানেও একটা ভালো দিক দেখতে পাচ্ছেন, ‘আমার কাছে যেটা ভালো লাগছে, তারা তাড়াহুড়ো করছে না। চাইলে হুট করে একজন নিয়েও আসতে পারত। তাড়াহুড়ো না করে যাকেই নিয়ে আসুক সময় নিয়ে করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যথার্থ কোচকে খুঁজতে সময় নিচ্ছে, এটা ভালো দিক।’

 

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন