বিজ্ঞাপন

পানির ট্যাঙ্কে গৃহবধূর লাশ, স্বামী লাপাত্তা

November 5, 2022 | 9:46 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে বাসার ছাদে পানির ট্যাঙ্ক থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, স্বামী তাকে খুন করে পালিয়ে গেছে। খুনের পর স্ত্রী নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়েছিল ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

শনিবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত সর্জিনা আক্তার (২০) নগরীর বন্দরটিলা আয়শার মার গলির খলিল হুজুর ভবনের পঞ্চম তলায় স্বামী-সন্তান নিয়ে থাকতেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরে। স্বামী মো. হাসান পেশায় নির্মাণ শ্রমিক।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, ‘দুইদিন আগে (বৃহস্পতিবার) হাসান তার সাত মাস বয়সী সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে তার স্ত্রী ফিরলে তাকে দিতে বলে বের হয়ে যান। শুক্রবার ইপিজেড থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়েছিলেন। এরপর আজ (শনিবার) দুপুরের পর ছাদের পানির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে অন্যান্য ভাড়াটিয়ারা বাড়িওয়ালাকে বিষয়টি জানান। এসময় ট্যাঙ্ক খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।’

বিজ্ঞাপন

তবে লাশ উদ্ধারের আগ থেকেই হাসান পলাতক জানিয়ে সহকারী কমিশনার মাহমুদুল বলেন, ‘অন্তত দুই দিন আগে সর্জিনার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলেছে।’

সারাবাংলা/আরডি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন