বিজ্ঞাপন

ইবি শিক্ষার্থীকে পিটিয়ে জখমের পর মেসে গিয়ে হুমকি!

November 6, 2022 | 5:20 pm

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: খেলার মাঠে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের উৎস মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা পিটিয়ে জখমের পর ভুক্তভোগীর মেসে (ভাই ভাই ছাত্রাবাস) গিয়েও হুমকি দিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল পকেট গেট সংলগ্ন এলাকায় মারধরের ঘটনা ঘটে।

অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন বহিরাগত (শেখপাড়ার স্থানীয়) ইমন হোসেন (১৮)। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী। রোববার ঘটনার বিচার চেয়ে বিবৃতি দিয়েছে ইবি ফুটবল অ্যাসোসিয়েশন। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেছে সংগঠনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের এক পাশে নিয়মিত ফুটবল খেলেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে তারা ফুটবল খেলতে যান। এ সময় বহিরাগত ১০/১২ জন একই স্থানে ক্রিকেট খেলছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের অন্য জায়গায় খেলতে বললে বহিরাগতরা চটে যান ও উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

এ ঘটনার জেরে সন্ধ্যায় বঙ্গবন্ধু পকেট গেট সংলগ্ন এলাকায় ইমনের নেতৃত্বে উৎসকে বেধরক মারধর করে বহিরাগতরা। পরে রাত ৮ টার দিকে ওই শিক্ষার্থীর মেসে গিয়ে হুমকি দিয়েছে তারা। ভুক্তভোগীর শরীরের অন্তত তিন জায়গায় জখম দেখা গেছে। খেলোয়াড়দের অভিযোগ, বহিরাগতরা নিয়মিত ক্রিকেট ও ফুটবল মাঠে শিক্ষার্থীদের সাথে ঝামেলার সৃষ্টি করে।

দায়িত্বপ্রাপ্ত প্রক্টর (সহকারী প্রক্টর) ড. শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এছাড়া কেউ কোনো অভিযোগ করেনি। প্রক্টর স্যার ক্যাম্পাসের বাইরে আছেন। ক্যাম্পাসে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করব।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন