বিজ্ঞাপন

রংপুর নগরীর উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ নেতাকে সমর্থন

November 6, 2022 | 7:50 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: রংপুর নগরীকে যানজট, জলাবদ্ধতামুক্ত করে জবাবদিহিতামূলক ও পরিচ্ছন্নভাবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েছেন রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ জন্য আসন্ন সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফিকে সমর্থন দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (৬ নভেম্বর) বিকেলে নগরির কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশের আয়োজন করে ‘পরিকল্পিত নগর উন্নয়ন কমিটি’। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সাফিয়ার রহমান শত বছরের জন্য পরিকল্পিত ও বসবাস যোগ্য নগরী গঠনে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া নগরীর শ্যামা সুন্দরী খালের সংস্কার, যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন রাজনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাফিয়ার রহমান সফি বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশনের আয়তনে বড় হওয়ায় স্বল্প সময়ের পরিকল্পনা নিয়ে উন্নয়ন সম্ভব নয়। এ ছাড়া কৃষিভিত্তিক অঞ্চল হলেও কৃষিবিষয়ক কোনো কল-কারখানা নেই। ফলে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতেও সমস্যা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরিকল্পিত নগরীর জন্য এরইমধ্যে যোগাযোগ, সড়ক বাতি, ফুটপাত ও এলাকাভিত্তিক সড়কগুলো সংস্কার হলেও তা কিছুদিনের মধ্যে অনুপযোগি হয়ে যাবে। এ জন্য এগুলো উন্নয়নে শত বছরের পরিকল্পনা নিয়ে করতে হবে। এরমধ্যে এখনই নগরীর জলাবদ্ধতা সৃষ্টিকারী একমাত্র ক্যানেল শ্যামাসুন্দরীকে সংস্কার করা বেশি জরুরী হলেও নানা কারণে হচ্ছে না, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার করা এবং বর্জ্য ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়ায় নিয়ে আসা।’

আওয়ামী লীগের এই   বলেন, ‘রংপুর বিভাগে গ্যাস আসছে কিন্তু নগরবাসী যাতে গ্যাসের সুবিধা পায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। গ্যাসের ব্যবহার নিশ্চিত করতে পারলে শিল্প কারখানার একটি বৈপ্লবিক পরিবর্তন হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন