বিজ্ঞাপন

সানচোকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ইংল্যান্ডের

November 10, 2022 | 9:23 pm

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে চমক দিয়েছেন গ্যারেথ সাউথগেট। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড জডান সানচো নেই চূড়ান্ত দলে, সেই সঙ্গে ডাক পাননি রোমার হয়ে দুর্দান্ত সময় কাটানো টামি আব্রাহামও। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণে নিজের জায়গা হারালেও ইংল্যান্ড দলে ঠিকই জায়গা করে নিয়েছেন হ্যারি ম্যাগুয়ের।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ইরানের বিপক্ষে ২১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। গ্রুপ বি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ ওয়েলস এবং যুক্তরাষ্ট্র।

ইংল্যান্ডের ২৬ সদস্যের দল

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড), অ্যারন রামসডেল (আর্সেনাল)।

বিজ্ঞাপন

রক্ষণভাগ: ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড (লিভারপুল), কনর কোয়াডি (এভারটন), এরিক ডায়ার (টটেনহাম হটস্পার্স), হ্যারি ম্যাগুয়ের (ম্যানচেস্টার ইউনাইটেড), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), কিরেন ট্রিপিয়ের (টটেনহাম হটস্পার্স), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), বেন হোয়াইট (আর্সেনাল)।

মধ্যমাঠ: জুড বেলিংহাম (বুরুশিয়া ডর্টমুন্ড), মেসন মাউন্ট (চেলসি), ক্যালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি), ডেকলান রাইস (ওয়েস্টহাম ইউনাইটেড), জেমস ম্যাডিসন (লেস্টার সিটি), জর্ডান হ্যান্ডারসন (লিভারপুল), কনর গ্যাল্লাঘার (চেলসি)।

আক্রমণভাগ: মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (টটেনহাম হটস্পার্স), বুকায়ো সাকা (আর্সেনাল), রহিম স্টার্লিং (চেলসি) এবং কলাম উইলসন (নিউক্যাসল ইউনাইটেড)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন