বিজ্ঞাপন

এবার নির্বাচনের খেলা খেলতে দেওয়া হবে না: আমির খসরু

November 11, 2022 | 3:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারের অধীন কোনোভাবেই নির্বাচনে যাবে না বিএনপি। এমন সিদ্ধান্তই দলের হাইকমান্ডের। সরকারকে এবার নির্বাচনের খেলা খেলতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতীদলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সব গণপরিবহন কুক্ষিগত করেছে সরকার। বিআরটিসি বাসে দলীয় ব্যানার লাগানো হয়েছে। যেটা লজ্জাজনক। অথচ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকারের নির্দেশেই ফরিদপুরে বাস ও অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ হেঁটেই বিশাল জনসমাবেশ ঘটাবে। গণপরিবহন ছাড়াই বিএনপির আন্দোলন কর্মসূচি সফল হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে তেল, গ্যাস, খাদ্য দ্রব্য কিনতে পারছেন না, কিন্তু ৮ হাজার কোটি টাকা দিয়ে ভোট চুরির মেশিন কিনতে হবে। ভোট চুরির দিন শেষ। যারা যারা ভোট চুরি করছে, তাদের আগামী দিনে বিচার হবে। যারা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে; যারা গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলা পাঠিয়েছে তাদেরও বিচার হবে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জয়নাল আবেদীন ফারুকী, আব্দুস সালাম, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

সারাবাংলা/এআই/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন