বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

November 11, 2022 | 10:39 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার হিড়িক লেগেছে। আজ কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির বিশ্বকাপ দলে আছেন পাওলো দিবালা, হুয়ান ফয়েথ। ইনজুরির কারণে তাদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ছিল শঙ্কা। ইনজুরির কারণে আগেই ছিটকে পড়া লো সোলসো স্বাভাবিকভাবেই নেই দলে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে খুব বেশি চমক নেই। স্কালোনি সম্প্রতি সময়ে যাদেরকে খেলিয়েছেন বিশ্বকাপ দলে জায়গা হয়েছে তাদেরই।

পাওলো দিবালা এখনো ইনজুরি থেকে সেড়ে উঠেননি। তবে মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে তাকে বিশ্বকাপ দলে রাখার ঝুঁকিটা নিয়েছেন স্কালোনি। ইনজুরিতে ছিলেন আঞ্জেলো ডি মারিয়াও। তবে দল ঘোষণার আগেই সেড়ে উঠাতে তার দলে জায়গা পাওয়া নিয়ে শংসয় ছিল না।

ডান পায়ের পেশীতে আঘাত পাওয়া লো সোলসোর অস্ত্রোপচার করাতে হবে। তার জায়গায় প্যালাসিওসকে দলে নিয়েছেন আর্জেন্টিনা কোচ।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর। সেদিন সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা গ্রুপে আছে মেক্সিকো ও পোল্যান্ড। ২৭ নভেম্বর লিওনেল মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো, ১ ডিসেম্বর খেলবে পোল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট)

বিজ্ঞাপন

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেলা (বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারাদেস (জুভেন্তাস), অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), গুইদো রদ্রিগেজ (বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), এজাকুয়েল প্যালাসিওস (লেভারকুসেন)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (জুভেন্তাস), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (প্যারিস সেইন্ট জার্মেই)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন