বিজ্ঞাপন

সারাবাংলার গাড়ি ভাঙচুর, চালককে মারধর

April 29, 2018 | 1:43 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে একদল যুবক। গাড়িটির সব কাচ ভাঙার পাশাপাশি চালককেও মারধর করেছে তারা।

রোববার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।

সারাবাংলার গাড়িচালক মো. লিটন জানান, সকালের শিফটে অফিস কর্মীদের তুলতে মিরপুর যাওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সকাল  ৮টার টিএসসি হয়ে গন্তব্যস্থল মিরপুরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি রাজু ভাস্কর্য এলাকায় আসার পথে চার যুবক গাড়ির সামনে পড়ে। তারা হেঁটে টিএসসির দিকে যাচ্ছিলেন। এসময় তাদের সড়কের মাঝখান দিয়ে সরাতে হর্ন বাজিয়েও যখন কাজ হচ্ছিলো না তখন পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়িতে একজনের সামান্য ধাক্কা লাগে।  এতে ক্ষিপ্ত হয়ে ওই চার যুবক গাড়ি থেকে চালককে নামিয়ে মারধর করে।

বিজ্ঞাপন

লিটন বলেন, ‘তাদের কাছে দুঃখপ্রকাশ করার পরও তারা কোনো কথা শোনেনি। আমাকে মারধর করার পর গাড়ির গ্লাস ভাঙতে শুরু করে। গাড়ির জানালা ও পেছনের গ্লাস ভাঙচুর করে ওই যুবকেরা। এরপর তারা গাড়ির সামনের কাচে ইট ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যায়।’

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান টিএসসি এলাকায় সকালে একটি গাড়ি ভাংচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলন চলছে। কারা এবং কেন গাড়িটি ভাঙচুর করল তা খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন