বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া-বাংলাদেশের বিপক্ষেও টেস্ট খেলবে আফগানরা

April 29, 2018 | 2:07 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে সব শেষ খেলেছিল আফগানিস্তান। গত তিন বছরে দেশটি অজিদের বিপক্ষে মাঠের লড়াইয়ে সামিল হতে পারেনি। পরের বছর ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে মুখোমুখি হবে আফগানিস্তান-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের মিশন শুরু করবে আফগানিস্তান। ম্যাচটি হবে ১ জুন বিস্ট্রলে।

আবারো অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ দেখা যেতে পারে। গত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন ভারতের বিপক্ষে জুনে অভিষেক টেস্ট খেলার অপেক্ষায় আছে আফগানিস্তান। এর মধ্যেই তাদের এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) নির্ধারিত হয়ে গেছে। নতুন এফটিপিতে চলতি বছরে আগামী ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেটে ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানরা। দীর্ঘ পরিসরে সাফল্য পেতে আফগানিস্তান বড় পরিকল্পনা হাতে নিয়েছে। খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মতো দলগুলোর বিপক্ষে।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে আফগানরা প্রায় ১৮টি টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।

বিজ্ঞাপন

আইসিসির সভা শেষে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান শফিক স্টানিকজাই জানিয়েছেন, নতুন এফটিপি সাইকেলে আমরা ১৪ থেকে ১৮টি টেস্ট খেলব। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খুব শিগগিরই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর আমরা অস্ট্রেলিয়াকে শারজাহতে আতিথেয়তা দেব। হোম ভেন্যু হিসেবে শারজাহ ব্যবহার করবে আফগানিস্তান।

স্টানিকজাই আরও জানান, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষেও খেলব। এছাড়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলব। সিরিজগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আসছে না। এগুলো দ্বিপাক্ষিক সিরিজ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন