বিজ্ঞাপন

চুক্তি হারিয়ে ক্ষুধা বেড়েছে রাব্বির

April 29, 2018 | 5:24 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গত বছরের শুরুটা মনে রাখার মতোই হয়েছিল কামরুল ইসলাম রাব্বির। তার আগে টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে, গত বছরের শুরুতেও ছিলেন পেস বোলিংয়ে প্রথম পছন্দের মধ্যে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপর জায়গাটা হারিয়ে ফেলেছেন দলে, এবার চুক্তি থেকেও বাদ পড়েছেন। তবে চুক্তি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না এই পেসার, বরং নিজের খেলা নিয়েই বেশি মনযোগী।

বিসিএল শেষে ঢাকায় ফিরে রোববার (২৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এবারের বিসিএলে ৫ ম্যাচে ১২ উইকেট পেয়েছেন, এমনিতে এই পারফরম্যান্সকে দারুণ বলার উপায় নেই। তবে বোলারদের মধ্যে শীর্ষ দশে আছেন রাব্বি, সেই হিসেবে খারাপও বলা যায় না। রাব্বি অবশ্য চুক্তি নিয়ে ভাবতে চাইছেন না খুব একটা।

রাব্বি জানালেন, ‘একটা ব্যাপার হলো আপনি চুক্তি নিয়ে চিন্তা করবেন। আরেকটা হচ্ছে আপনি এসব নিয়ে না ভেবে শুধু খেলা নিয়ে ভাববেন। আমি চুক্তিতে ছিলাম কেন? পারফর্ম করেছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম তাই চুক্তিতে ছিলাম। এখন আমি নাই তার মানে এটা নয় যে আমি আবার আসতে পারব না। এখন আমি যে আমার কাজটা করবো সেটা যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই বিবেচনায় চলে আসব।’

বিজ্ঞাপন

আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটাও মাথায় রাখছেন না রাব্বি, ‘আর্থিকভাবে সমস্যা অবশ্যই আছে কিন্তু কেন্দ্রীয় চুক্তির বা আমাদের স্যালারির উপর কিন্তু আমরা নির্ভরশীল নই। ঢাকা লিগ, বিপিএল, জাতীয় ক্রিকেট লিগ, বিসিএল আছে। এসব নিয়ে এখন ভাবছি না। চিন্তাও করছি না। কেন্দ্রীয় চুক্তিতে থাকলে আত্মবিশ্বাস কাজ করে। আমি চুক্তিভুক্ত খেলোয়াড়। এটা আত্মবিশ্বাস দেয়। একটা জিনিস হারানোর পর ওইটা পাওয়ার জন্য অনেক ক্ষুধা থাকে। আমি হারিয়েছি কিন্তু ক্ষুধাটা বাড়ছে।’

জাতীয় দলে ফেরার ব্যাপারটাও সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন তারকা এই পেসার, ‘সবাই কিন্তু জানে না যে সামনের ম্যাচটা খেলবো কিনা। কেউ কেউ জানে যে পুরো সিরিজটা খেলব। এটা আত্মবিশ্বাস। কেউ কেউ ভাবে যে এই ম্যাচটা ভালো খেলে পরের ম্যাচটা কনফার্ম করবো। সবাই এক টাইপের খেলোয়াড় না, সবাই এক টাইপের মানসিকতারও না। এখন কেন্দ্রীয় চুক্তিতে না থাকার অর্থ হচ্ছে এখন আমার থেকে ভালো খেলোয়াড় তৈরি হয়েছে। আমাকে তার থেকে ভালো হতে হবে। এখনও অনেক কিছু দেওয়ার আছে। ’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন