বিজ্ঞাপন

ভারতে শিশু ধর্ষণকারীদের ৬ মাসের মধ্যে ফাঁসির দাবি 

December 17, 2017 | 9:45 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কমিশন ফর উইমেন নামে ভারতে সরকারি সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেছেন, যারা শিশু ধর্ষণকারীদের ৬ মাসের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়া উচিত।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে এ আবেদন করেন মালিওয়াল।

দিল্লিতে জ্যোতি সিং নামে এক ছাত্রীকে বাসের ভেতর গণধর্ষণের পর হত্যার ঘটনার পাঁচবছর পূর্তিতে তিনি বিবিসিকে বলেন, সময় এসেছে একত্রিত হওয়ার। ওই ছাত্রী ধর্ষণের ঘটনায় সারা ভারত বিক্ষোভে ফেটে পড়ে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত পাঁচ বছরের চিত্র একই রকম। কিছুই বদলায়নি। দিল্লী এখনো ধর্ষণের নগরী। গত মাসে দেড় বছর ও সাত বছরের শিশু গণধর্ষণের শিকার হয়।

মালিওয়াল বিবিসিকে বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিনটি অল্পবয়েসী মেয়ে এবং ছয় জন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষিত হন।

তিনি বলেন, জ্যোতি সিংএর মা এখনো বিচার পান নি, কারণ দোষী ব্যক্তিদের এখনো ফাঁসি হয় নি। তাই ধর্ষণকারীদের অপরাধ করার ৬ মাসের মধ্যেই ফাঁসি কার্যকর চেয়ে মোদিকে চিঠি দেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএইচটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন