বিজ্ঞাপন

রাতে ২ মোটরসাইকেল চুরি, ভোরে আটক চোর

November 26, 2022 | 9:50 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: চুরি হওয়ার প্রায় ‘দুই ঘন্টা’ পর দুই মোটরসাইকেলসহ এক চোরকে গ্রেফতার করেছে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার মো. মিজানুর রহমান (২২) রাঙ্গামাটি পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ড হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই মোটরসাইকেল উদ্ধার ও গ্রেফতার প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য কোতোয়ালি থানার পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে শহরের রাঙাপানি মাঠ সংলগ্ন পাকা সড়কের পশ্চিম পাশের তৃষ্ণা ও প্রাচুর্য্য চাকমার বাড়ির গ্রিলের তালা ভেঙে পাভেল চাকমার (৩৫) মোটরসাইকেল এবং ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে ভেদভেদী মুসলিম পাড়ার চৌধুরী ম্যানশনের গ্রিলের তালা কেটে রাশেদুল ইসলামের (৪২) মোটরসাইকেল চুরি করা হয়। রাতেই চুরির খবর পেয়ে অভিযান নামে কোতোয়ালি থানা পুলিশ।

পরে অভিযানে শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঘাগড়া হতে পাভেল চাকমার মোটরসাইকেলটিসহ মো. মিজানুর রহমানকে আটক করা হয়। এছাড়া শহরতলীর মানিকছড়ি চেকপোস্টে পুলিশ ধাওয়া করলে মো. রাশেদুল ইসলামের মোটরসাইকেলটি রেখে দুইজন পালিয়ে যায়। এসময় পুলিশ মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘শনিবার ভোরে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিই এবং অভিযানে ঘাগড়া চেকপোস্ট হতে মোটরসাইকেলসহ একজন এবং মানিকছড়ি চেকপোস্ট হতে অন্য মোটরসাইকেলটি উদ্ধার করি। আমরা পুরো মোটরসাইকেল চোর চক্রটি ধরতে কার্যক্রম পরিচালনা করছি। চুরির বিষয়ে মোটরসাইকেলের মালিকরা থানায় মামলা করেছেন।’

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন