বিজ্ঞাপন

স্বপন হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

November 29, 2022 | 6:26 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের আলোচিত ব্যবসায়ী স্বপন কুমার সাহা ওরফে সাইদুল ইসলাম স্বপন হত্যা মামলায় স্বর্ণলংকার ব্যবসায়ী পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ডের ও পিন্টুর বান্ধবী রত্না রাণী চক্রবর্তীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া অপর আসামি আব্দুল্লাহ আল মামুন মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক উম্মে সারাবান তহুরা এ রায় দেন।

অতিরিক্ত পিপি মাকসুদা আহম্মেদ জানান, নিহত স্বপন কুমার সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে সাইদুল ইসলাম স্বপন নাম ধারণ করেন। এরপর মুসলিম নারীকে বিয়ে করেন। আসামি পিন্টু ও স্বপন বন্ধু ছিলেন।

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে স্বপন কুমারকে হত্যার পর মরদেহ ৭ টুকরো করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় আসামিরা। ২০১৮ সালের ১৬ জুলাই তিনজনকে অভিযুক্ত করে নিহতের বড় ভাই অজিত কুমার সাহা হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পুলিশি তদন্ত ও ১৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ আদেশ দেন।

সারাবাংলা/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন