বিজ্ঞাপন

লা লিগার ইতিহাসে মেসিই প্রথম

April 30, 2018 | 2:41 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগার ইতিহাসে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার দারুণ এক রেকর্ড গড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিগের ইতিহাসে তিনিই প্রথম এই কীর্তি গড়লেন। সবশেষ লিগের ম্যাচে দেপোরতিভো লা করুনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মেসি। বার্সা জিতেছে ২৫তম লিগ শিরোপা।

২০০৪-০৫ মৌসুম থেকে লা লিগায় খেলছেন মেসি। প্রথম মৌসুমে ৭ ম্যাচে করেছিলেন ১ গোল। পরের চার মৌসুমে তার গোল ছিল যথাক্রমে ৬, ১৪, ১০, ২৩। ২০০৯-১০ মৌসুমে মেসি ৩৫ ম্যাচে করেছিলেন ৩৪ গোল। পরের মৌসুমে ৩৩ ম্যাচ খেলে গোল পেয়েছিলেন ৩১টি। ২০১১-১২ মৌসুমে ৩৭ ম্যাচ খেলে ৫০ গোলের দারুণ এক কীর্তি গড়েছিলেন মেসি।

২০১২-১৩ মৌসুমে ৩২ ম্যাচে করেছিলেন ৪৬টি গোল। তারপরের মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেন ২৮টি গোল। ২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচে ৪৩টি, ২০১৫-১৬ মৌসুমে ৩৩ ম্যাচে ২৬টি, ২০১৬-১৭ মৌসুমে ৩৪ ম্যাচে ৩৭টি গোল করেছিলেন মেসি। চলতি লিগে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৩২টি গোল। হাতে ম্যাচ বাকি আরও চারটি।

বিজ্ঞাপন

লা লিগায় মেসি ৪১৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৮১ বার। সব ধরনের প্রতিযোগিতায় বার্সার জার্সিতে ৬৬৬ ম্যাচ খেলে গোল করেছেন ৫৬১টি। কোপা দেল রে’তে মেসি খেলেছেন ৬৮ ম্যাচ, গোল করেছেন ৪৮টি। চ্যাম্পিয়ন্স লিগে ১২৫ ম্যাচ খেলে বার্সার প্রাণভোমরা গোল করেছেন ১০০টি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন