বিজ্ঞাপন

সাকিবরা একে অপরকে শেখাচ্ছেন

April 30, 2018 | 3:12 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

জয়পুরে আইপিএলের ২৮তম ম্যাচে নেমেছিল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস। ম্যাচে জয় তুলে নেয় হায়দ্রাবাদ, রাজস্থানকে ১১ রানে হারায় সাকিবদের দলটি। চেন্নাইকে টপকে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেও ওঠেছে কোচ টম মুডির অধীনে থাকা হায়দ্রাবাদ।

আগে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। জবাবে, ৬ উইকেট হারানো রাজস্থানের ইনিংস থামে ১৪০ রানের মাথায়। হায়দ্রাবাদ এই ম্যাচ জিতে ৮ ম্যাচে সংগ্রহ করেছে সর্বোচ্চ ১২ পয়েন্ট। চেন্নাই ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে, একই সমান ম্যাচ আর পয়েন্ট নিয়ে তিনে গেইলদের পাঞ্জাব।

টি-টোয়েন্টি ১৫১ রান করেও যে জেতা যায় সেটা প্রমাণ করেছে দুর্দান্ত বোলিং করা হায়দ্রাবাদ। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কোচ টম মুডি হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বেশ আশাবাদী। সাকিবদের প্রশংসা করেছেন তিনি, ‘আমি দেখেছি আমার বোলিং ডিপার্টমেন্ট খুবই তরুণ। তারা দিনকে দিন নিজেদের আরও শানিত করছে, দ্রুত উন্নতি করছে। তারা নিজেরাই নিজেদের দেখভাল করছে, একজন অন্যজনকে শেখাচ্ছে।’

বিজ্ঞাপন

হায়দ্রাবাদে বোলিং কোচ হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। টম মুডি আরও যোগ করেন, ‘আমার বোলিং ডিপার্টমেন্ট সত্যিই একটু আলাদা। তারা একটা গ্রুপ হিসেবে কাজ করে। এটা তাদের বাড়তি প্রেরণা দেয়, শক্তি দেয়। একে অপরকে যেভাবে সাহায্য করতে এগিয়ে আসছে, সেটার একটা অদ্ভূত ইথিক আছে আর সেটাই তাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে। সত্যি ওরা দারুণ।’

সবশেষ ম্যাচে ব্যাট হাতে ৬ রান আর বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে সাকিব উইকেট শূন্য থাকেন। এছাড়া, বল হাতে সন্দীপ শর্মা ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন একটি উইকেট। ৪ ওভারে ৩১ রান দিয়ে একটি উইকেট পান রশিদ খান। সিদ্ধার্ত কাউল ৪ ওভারে ২৩ রান খরচায় পান দুটি উইকেট, ইউসুফ পাঠান ২ ওভারে ১৪ রান দিয়ে নেন একটি উইকেট, বাসিল থাম্পি ২ ওভারে ২৬ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি। এই ম্যাচে খেলেননি দলের সেরা পেসার ভুবনেশ্বর কুমার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন