বিজ্ঞাপন

জঙ্গি ছিনতাই: আসামি ঈদী আমিন কারাগারে

December 9, 2022 | 5:44 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নিম্ম আদালত থেকে পুলিশকে মারধর করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলায় ঈদী আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে ঈদী আমিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ।

গত ২৭ নভেম্বর ঈদীর চার দিন এবং ২ ডিসেম্বর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানা যায়, গত ২০ নভেম্বর দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন