বিজ্ঞাপন

দুর্দান্ত কিশান-কোহলিতে ভারতের ৪০৯

December 10, 2022 | 4:02 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চট্টগ্রাম থেকে: পরপর দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আগেই জিতে নিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতেই হতো ভারতকে। সফরকারীরা ঘুরে দাঁড়ালো দুর্দান্ত ভাবেই। ইশান কিশানের ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহলির সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৪০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

বিজ্ঞাপন

কিশানের আজ খেলারই কথা ছিল না। আগের ম্যাচে রোহিত শর্মা আঙুলে চোট পেলে তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন। সুযোগ পেয়েই স্মরণীয় এক ইনিংস খেললেন তরুণ ব্যাটার। মাত্র ১২৬ বলে দুইশ রান পূর্ণ করা কিশান শেষ পর্যন্ত আউট হয়েছেন ২১০ রানে। বিরাট কোহলি ৯১ বলে করেছেন ১১৩ রান।

শেষ দিকে টপাটপ উইকেট না হারালে ভারতের রানটা হয়তো আরও বড় হতো! শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানে থেমেছে ভারত।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের প্রথম চারশ পেরুনো স্কোর এটি। কিশানের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিও করতে পারেনি কেউ।

বিজ্ঞাপন

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দলীয় ১৫ রানের মাথায় শিখর ধাওয়ান (৩) ফিরলে মনে হচ্ছিল অধিনায়কের সিদ্ধান্ত বুঝি যথার্থই প্রমাণ করবেন বোলাররা!

চেপে ধরার সুযোগ অবশ্য বোলাররা তৈরি করেছিলেনও। মেহেদি হাসান মিরাজের বলে তিনে বিরাট কোহলি ক্যাচ তুলে দিয়েছিলেন ব্যক্তিগত ৬ রানের মাথায়। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। তখন কোহলি ফিরলে নিশ্চয় চাপে থাকত ভারত। কিশানকেও শুরুর দিকে স্বচ্ছন্দ মনে হচ্ছিল না।

তবে বাংলাদেশি ফিল্ডার ক্যাচ ছাড়ার পর ‘জীবন’ পাওয়া কোহলি আর ভুল করেননি। অপর দিকে আক্রমণাত্মক খেলে খেলাটাকে নিয়েদের আয়ত্বে নিয়েছেন কিশান।

বিজ্ঞাপন

বছর দেড়েকের ক্যারিয়ারে দশ ওয়ানডে খেলার সুযোগ পাওয়া কিশান সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৫ বলে। ততোক্ষণে উইকেট আর বাংলাদেশি বোলারদের পড়ে ফেলা কিশান সেঞ্চুরি পর আরও ভয়ঙ্কর হয়েছেন। ১০০ থেকে ২০০ পর্যন্ত যেতে কিশান খেলেছেন মাত্র ৪১ বল। তার ১৩১ বলে২১০ রানের ইনিংসটিতে চারের মার ২৪টি, ছক্কা ১০টি।

বিরাট কোহলিও ‘জীবন’ পাওয়ার পর খেলেছেন দুর্দান্ত। ৫৪ বলে ফিফটি পূর্ণ কোহলি সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৫ বলে। শেষ পর্যন্ত ৯১ বলে ১১টি চার ২টি ছয়ে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৯০ বলে ২৯০ রান তুলেছেন কিশান-কোহলি।

এই দুজন ফেরার পর অবশ্য ভারতের মিডল অর্ডারকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে শেষ দিকে ভারতকে চাপেই রেখেছিলেন সাকিব আল হাসান, ইবাদত হোসেনরা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন চৌধুরী।

ভারত একাদশ: ইশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন