বিজ্ঞাপন

বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে জানাল বিজিবি

December 20, 2022 | 2:50 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করে বিজিবি ও বিএসএফ।

এসময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব হোসেন ভারতের হিলি ১৮০-বিএসএফের আইসিপি কমান্ডার এএসআই সুশীল কুমারের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন বলেন, সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন