বিজ্ঞাপন

পদত্যাগ করা সাত্তারকে বহিষ্কার করল বিএনপি

January 1, 2023 | 11:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: একদিন আগে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারকে বহিষ্কার করেছে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার (১ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। সংসদ থেকে পদত্যাগের ১৮ দিন পর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদসহ সব পদ থেকে সরে যান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ১ জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, উকিল আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ খবর জানার পরই বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন