বিজ্ঞাপন

ওয়ার্নার-স্মিথ-ব্যানক্রফটকে সুযোগ দেবে অস্ট্রেলিয়া?

May 2, 2018 | 5:12 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের ঘটনায় সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মনে করছেন এই তিন ক্রিকেটারকে একবার সুযোগ দেয়া উচিৎ।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতির ঘটনা ঘটে। পরে অবশ্য দোষ স্বীকার করেছিলেন স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফট। এরপর তিন ক্রিকেটারকেই নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল করেননি অজি এই তিন ক্রিকেটার।

বল টেম্পারিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞার পর তিন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়। কিন্তু এই তিন ক্রিকেটারকেই একবার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সিএ প্রধান সাদারল্যান্ড, ‘ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফট একটা সুযোগ পেতেই পারে। আমি আশা করবো তাদের ক্ষমা করে দেয়া উচিত।’

বিজ্ঞাপন

সিএ অবশ্য নিষেধাজ্ঞার সময় জানিয়েছিল ক্রিকেটে ফিরলেও নেতৃত্ব পাবেন আসবে না ওয়ার্নার। এ বিষয়েও কথা বললেন সাদারল্যান্ড, ‘খেলোয়াড় হিসেবে ওয়ার্নার যথেষ্ট মনোযোগী, নেতৃত্বের দিক থেকেও তাই। সে অনেক পরিশ্রমী এবং ব্যক্তি হিসেবেও যথেষ্ট ভালো। নেতৃত্ব পালনের দিক থেকে ওয়ার্নারের যথেষ্ট যোগ্যতা আছে।’

ভুল করছেন এই তিন ক্রিকেটার। তবে ভুল সংশোধন করার জন্যই আরেকবার সুযোগ দেয়ার পক্ষে কথা বললেন সিএ প্রধান, ‘এই সময়ে ওদের অবস্থা চিন্তা করে হলেও সুযোগ এয়া উচিৎ। দলে এলে নিজেদের সেরাটাই দেবে ওরা। আমি আশা করবো নির্বাচকরা ওদেরকে দলে ফেরার সুযোগ দেবেন।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন