বিজ্ঞাপন

চুক্তি নেই, ফর্ম নিয়ে ভাবছেন সৌম্য

May 2, 2018 | 7:26 pm

স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

২০১৫ সালটা গিয়েছিল স্বপ্নের মতো। সেই ধারাবাহিকতায় জাতীয় দলে শুধু নিয়মিতই হননি, সুযোগ পেয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও। কিন্তু গত বছর পারফরম্যান্সের গ্রাফ আবার নিম্নমুখী, জায়গা হারিয়েছেন টেস্ট ও ওয়ানডে দলে। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন। সৌম্য অবশ্য জানালেন, এসব নিয়ে খুব একটা ভাবছেন না। তবে নিজের পড়তি ফর্ম যে যাচ্ছে, সেটি স্বীকার করলেন।

২০১৬ সালে সৌম্যর উত্থান ছিল রকেটের বেগে। কিন্তু এরপর থেকে কখনো সখনো ব্যাট হাসলেও আগের সেই দ্যুতি যেন হারিয়ে ফেলেছেন। এবার তো চুক্তি থেকে বাদই পড়লেন। সৌম্য অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবছেন না।

‘না, চুক্তি থেকে বাদ পড়ছি ওই রকম কোনো কিছু চিন্তা করি নাই। ওইটা তো আমার হাতে না। তাদের যদি ইচ্ছা হয় যে, আমি ভালো খেললে তারা নিবে, ওটা আমার হাতে নাই। তাই ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমি কতটুকু পারবো দিতে, আমি কোথায় ঠিক আছি, কোথায় কি ভুল আছে, ওটা আমার ব্যাপার। ওরা কোথায় থেকে কি করবে ওটা আমার বিষয় না।’

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে সেঞ্চুরি পেলেও সব ম্যাচে ধারাবাহিক ছিলেন না। বিসিএলেও তিন ইনিংস খেলে ৫১ রান করেছেন সৌম্য। এই বাঁহাতি ব্যাটসম্যান বললেন, এ নিয়ে কাজও করছেন।

‘কাজ তো করছি। কাজ করা হচ্ছে। আমার যারা স্যার আছেন, আগে বিকেএসপির স্যার, বিসিবিতে ফাহিম স্যার, আমি সবার সাথে কথা বলে কাজ করতেছি। আমার যেখানে যেখানে ঘাটতি আছে স্যাররা যেগুলো বলছে ওইগুলো নিয়ে বেশি কাজ করছি। তাছাড়া স্কিল নিয়ে একটু বেশি মনোযোগ দিচ্ছি।’

সৌম্য স্বীকার করলেন, সময়টা ভালো যাচ্ছে না, ‘হ্যাঁ, খারাপ সময় আসছে। আমার কাছে মনে হয় ভালো হয়েছে, খারাপটা তাড়াতাড়ি আসছে। আমি এখান থেকে যদি রিকভার করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে।’

বিজ্ঞাপন

জানালেন, আপাতত ফিটনেস ফিরে পাওয়াটাই মূল লক্ষ্য তার, ‘এখন একটু ফিটনেস নিয়ে বেশি চিন্তা। ক্যাম্প শুরু হলে তারপর চিন্তা করবো যে, ওই সময় কি খেলা আছে। কাছাকাছি আসলে একটা লক্ষ্য নির্ধারনের পরিকল্পনা করবো যে, এখন একটা টার্গেট ঠিক করতে হবে। এখন কিছুদিন বিশ্রাম আছে। তারপর ফিটনেস ক্যাম্প। তো চিন্তা করতেছি যে, এখান থেকে নিজেকে আরও কতটুকু ফিট করা যায়। বাকি ছয়মাস যেন ওই ফিটনেসের উপর দিয়ে ভালো ভাবে চলে যেতে পারি।’

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন