বিজ্ঞাপন

ঘন কুয়াশায় ট্রেনের সিডিউল বিপর্যয়

January 8, 2023 | 6:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলের সাত জেলা ও দুই বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে দেশের বিভিন্ন এলাকা দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকতে দেখা গেছে। কুয়াশার কারণে উত্তরাঞ্চলের তিনটি ট্রেন দেরি করে পৌঁছেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এতে কিছুটা সিডিউল বিপর্যয় ঘটেছে।

বিজ্ঞাপন

রেলওয়ে স্টেশন সুত্রে জানা গেছে, এই তিন ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছাতে দেরি করায় স্টেশন থেকে ট্রেন ছাড়তেও দেরি করেছে। স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজশাহী ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ঘন কুয়াশার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি করে। এতে তিনটি ট্রেন দুই ঘণ্টা করে দেরিতে ঢাকা স্টেশন ছেড়েছে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েকদিন ট্রেন ছেড়ে যাওয়া ও আসার ক্ষেত্রে সিডিউল বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছে কমলাপুর স্টেশনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন