বিজ্ঞাপন

হার দিয়ে শুরু বাংলাদেশের ফুটসাল মিশন

May 2, 2018 | 7:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকাঃ ফুটসালে এবারই প্রথম অংশ নিলো বাংলাদেশ। এএফসির উইমেন ফুটসাল চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুটসাল অভিষেকটা বেদনা দিয়ে শুরু হলো। মালয়েশিয়ার সঙ্গে বড় ব্যবধানে হেরে গেছে ফুটসালে অভিষেক হওয়া মারিয়া-সাবিনারা।

আজ বুধবার থাইল্যান্ডের ব্যাংককে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল গোরাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ৭-১ গোল ব্যবধানে হেরে মিশন শুরু করেছে মেয়েরা।

ম্যাচের ১ মিনিটেই ধাক্কা খায় বাংলাদেশ। এগিয়ে যায় মালয়েশিয়া। তার দুই মিনিট পর অবশ্য ম্যাচের একমাত্র সান্ত্বনা গোলটি পায় লাল-সবুজ জার্সিধারীরা। সাবিনার বদান্যতায় গোল পান মাসুরা পারভীন।

বিজ্ঞাপন

এরপরে গোল হজম করা শুরু করে বাংলাদেশ। ফিরতে পারেনি ম্যাচে। সিনিয়র-জুনিয়র মিলিয়ে এই অনভিজ্ঞ মেয়েরা হেরে যায় ৭-১ গোলে।

চ্যাম্পিয়নশিপে গ্রুপ বি-এ খেলছে বাংলাদেশ। এই গ্রুপে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে আছে। আগামিকাল (৩ এপ্রিল) দ্বিতীয় ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। ৬ মে চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

চারটি গ্রুপে ১৫ দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। প্রত্যেক গ্রুপের দুই দল শেষ আটে অংশ নিবে।

 

সারাবাংলা/জেএইচ/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন