বিজ্ঞাপন

বিএনপির গণঅবস্থানে সতর্ক আওয়ামী লীগ

January 11, 2023 | 12:04 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার স্থায়ী জামিনসহ ১০ দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। গণঅবস্থান কর্মসূচির বিপরীতে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি পালন করছে বিভিন্ন কর্মসূচি।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১১টা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ব্যানারেও কর্মসূচি পালন করা হচ্ছে।

বিএনপিসহ তাদের সমমনা জোটের কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থান তথা সতর্ক পাহারায় থাকার ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ইস্যু হিসেবে বিএনপির গণঅবস্থান কর্মসূচি মোকাবিলা ছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিও পালন করছে দলটি। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করবে দলের কর্মী-সমর্থকরা।

আওয়ামী লীগের বড় অবস্থান সমাবেশ শুরু হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিরপুর ১ নম্বরের ইদগাহ মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। উভয় কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন।

এদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও রাজধানীতে দুটি বড় সমাবেশের ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগ সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কর্মসূচি পালন করছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ব্যানারে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন