বিজ্ঞাপন

ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল

May 3, 2018 | 10:49 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

হারলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল লিভারপুল। ইতালির ফেভারিট রোমার বিপক্ষে সেমিফাইনালে দ্বিতীয় লেগের খেলায় ৪-২ গোলে হেরেছে লিভারপুল। আর প্রথম লেগে ৫-২ গোলে হেরেছিল রোমা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করে লিভারপুল।

১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল। আর বার্সাকে বিদায় করে দিয়ে সেমি ফাইনালে খেলা রোমার আক্ষেপটা আরও বাড়লো।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়াতে রোমার নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বড় জয় দরকার ছিল। ম্যাচের নবম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল (১-০)। ১৫তম মিনিটে এল শারাউইয়ের ক্রস ঠেকাতে শট নেন ডিফেন্ডার লোভরেন। তবে বল লিভারপুলের মিডফিল্ডার জেমস মিলনারের মুখে লেগে ভিতরে ঢুকে যায়। আত্মঘাতী গোলে সমতায় ফেরে রোমা (১-১)। ২৫তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। এবার গোল করেন জর্জিনিয়ো ভিনালডাম (২-১)।

বিজ্ঞাপন

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় রোমা। ৫২ মিনিটের মাথায় আবারো সমতায় ফেরে রোমা। গোল করেন এডিন জেকো (২-২)। ৮৬তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার নাইনগোলানের দূরপাল্লার শটে গোল হলে এগিয়ে যায় রোমা (৩-২)। যোগ করা সময়ের একবারে শেষ মুহূর্তে নাইনগোলানের পেনাল্টি শটে আরও একটি গোলের দেখা পায় রোমা (৪-২)।

ম্যাচ জিতলেও রোমার শেষটা হয় হতাশার। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে শিরোপা লড়াইয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন