বিজ্ঞাপন

লুটের টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে: আমির খসরু

January 16, 2023 | 4:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ ট্যাক্স, উচ্চ বিলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করা হচ্ছে। আর এ টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে।’

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্বাবধায়কের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, ‘তারা (সরকার) ১০ হাজার কোটি টাকার কাজ ৩০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। তাদের এই লুটপাটের ফলে দেশের সব কিছুর দাম বেড়ে গেছে। ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শুধু মেগাপ্রজেক্ট নয়, বিদেশ গমনসহ নানাভাবে জনগণের টাকা চুরি হচ্ছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই লুটপাট আগামীতে আর করতে দেওয়া হবে না। এখন দুবাই, কানাডা, লন্ডনে তাদের সম্পত্তি প্রকাশ পাচ্ছে। সব কিছুর বিচার হবে।’

নেতাদের গ্রেফতার করে, অত্যাচার করে আন্দোলন দমানোর সুযোগ নেই উল্লেখ করে আমির খসরু বলেন, ‘আজকে আন্দোলন বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। আগামী যে আন্দোলনের কর্মসূচি আসবে তাতে এ সরকার বিদায় নিতে বাধ্য হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন