বিজ্ঞাপন

মানবাধিকার বিষয়ে কোনো দেশই নিখুঁত না : শাহরিয়ার আলম

May 3, 2018 | 4:49 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পৃথিবীর কোনো দেশই মানবাধিকার বিষয়ে নিখুঁত না। সবারই সমস্যা আছে, সেখানে আমাদেরও সমস্যা থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ মাত্র ৫টি গণতান্ত্রিক নির্বাচন দেখেছে। ১৯৭৫ সালের পর থেকে দেশকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। সবদিক বিবেচনা করলে, গণতন্ত্র থেকে শুরু করে সব বিষয়ে বাংলাদেশ এগিয়েছে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর প্রতিটি দেশকেই নানারকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশকে এ পর্যন্ত নিয়ে আসতে আমাদেরও অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নতুন করে সৃষ্টি হওয়া রোহিঙ্গা সমস্যাসহ সবকিছু জয় করেই আমরা এগিয়ে যাচ্ছি।’

‘মানবাধিকার সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় মিডিয়ার অনেক বড় দায়িত্ব আছে। তারা হুট করে কিছু একটা লিখলেই হবে না। একটা রাজনৈতিক সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ থাকে। যা একটা অরাজনৈতিক সরকারের থাকে না। কেন না তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্কই থাকে না।’ বলেন শাহরিয়ার আলম।

সুশীল সমাজের সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রায়ই বলা হয়ে থাকে, বাংলাদেশের সুশীল সমাজের লোকজনের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আসলে এটি সঠিক না। তাদের অনেক লোকজনের সঙ্গে সরকারের লোকজনের নিয়মিত যোগাযোগ ও বৈঠক হয়।

বিজ্ঞাপন

জাতীয় মানবাধিকার কমিশনসহ বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে যে যার মতো মত প্রকাশ করছে। সরকারের নানারকম সমালোচনা করা হচ্ছে। এরপরও বলা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরস্থিতি উদ্বেগজনক। যা সঠিক নয়।’

সারাবাংলা/ইউজে/আইএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন