বিজ্ঞাপন

মালিঙ্গাকে শ্রীলঙ্কার আল্টিমেটাম

May 3, 2018 | 4:36 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

আইপিএলে লম্বা সময় ধরে আছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বল হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিকও তিনি। তবে আইপিএলের চলতি আসরে অবিক্রিত থাকায় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। ডানহাতি এই পেসারকে এবার আল্টিমেটাম দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বলা হয়েছে জাতীয় দলের খেলতে হলে তাকে ঘরোয়া লিগে খেলতে হবে। মালিঙ্গা অবশ্য তা আমলে নেননি।

২০০৯ মৌসুম থেকে গত মৌসুম পর্যন্ত আইপিএলে মুম্বাইয়ের হয়ে সবমিলিয়ে মালিঙ্গা ১১০ ম্যাচে নিয়েছেন ১৫৪ উইকেট। ৩৪ বছর বয়সী এই পেসারের নাম এসেছে শ্রীলঙ্কান ঘরোয়া লিগ ‘ইন্টার-প্রভিন্সিয়াল ওয়ান-ডে টুর্নামেন্টে’। ডাম্বুলা দলে নাম এলেও প্রথম ম্যাচে খেলেননি তিনি। মুম্বাইয়ের সঙ্গে চুক্তি শেষের আগে যাবেন না বলেও জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরের পর থেকে ইনজুরির কারণে দলে ছিলেন না মালিঙ্গা। আগামী জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজে খেলতে আগ্রহী মালিঙ্গাকে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেতে হলে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে বলে জানিয়েছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা, ‘আমরা লাসিথকে জানিয়েছি, তাকে স্কোয়াডে রাখা হয়েছে। যদি ঘরোয়া লিগে না খেলে, তবে নির্বাচকরা তাকে ছাড় নাও দিতে পারে।’

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা জাতীয় দলে মালিঙ্গাকে নিয়ে আগ্রহের অভাব নেই। এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা সেটাই ইঙ্গিত করেছেন। তবে জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া লিগেও তার খেলা উচিৎ বলে মনে করেন এসএলসি সভাপতি, ‘নির্বাচকরা তাকে দলে চায়, এজন্য তাকে ঘরোয়া লিগে খেলতে হবে। সামনে আমাদের ২০ ও ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আগে তাই ওর উচিৎ হবে ২০ এবং ৫০ ওভারের ম্যাচ খেলা। যদি লাসিথ ঘরোয়া লিগে না খেলে, তবে নির্বাচকরা একটি সিদ্ধান্ত নেবে।’

মালিঙ্গা অবশ্য জানিয়ে দিয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তি শেষের আগে ঘরোয়া লিগে থাকবেন না।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন