বিজ্ঞাপন

পাটপণ্যের ব্যবহার নিশ্চিতে উদ্যোগী হতে বললেন গোলাম দস্তগীর গাজী

January 25, 2023 | 5:37 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: জেলা প্রশাসকদের (ডিসি) পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। তিনি বলেছেন, পাটজাত পণ্যের উৎপাদন, ব্যবহার বৃদ্ধির পাশাপাশি পাটপণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। আপনারা বহুমুখী পাটপণ্যের ব্যবহার নিশ্চিতে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এ আহ্বান জানান তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য, ২০২৩ এবং পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। পাটপণ্যের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার ও বিক্রির লক্ষ্যে জেলা মাসিক সমন্বয় সভায় জেলা-উপজেলা পর্যায়ের সকল সরকারি দফতরের দাফতরিক কাজে বহুমুখী পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করা এবং জেলা-উপজেলা পর্যায়ে মেলা ও প্রদর্শনী আয়োজনে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ‘পাট শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারকল্পে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়ন জোরদার করণে মাঠ প্রশাসনের কর্ণধার হিসেবে আপনাদের ব্যক্তিগত হস্তক্ষেপ আশা করছি। পাট পরিবেশবান্ধব। পরিবেশ সুরক্ষা ও পাটের অভ্যন্তরিন ব্যবহার বাড়ানোর জন্য আইনটির মাঠ পর্যায়ে প্রয়োগ জরুরি।’

বিজ্ঞাপন

সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আপনাদের সবাইকে জনগণের সঙ্গে সরাসরি কাজ করার দায়িত্ব অর্পণ করেছেন। স্থানীয় জনগণ আপনাদের মাধ্যমে সরকারকে তাদের আশা-আকাঙ্খা পোঁছে দেয়। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করছেন। সরকারের গৃহীত সকল কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়ন তদারকি ও সকল উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সমন্বয় করাও আপনাদের দায়িত্ব।’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখি, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে ডিসিদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন