বিজ্ঞাপন

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে সুযোগ দেবেন ল্যাঙ্গার!

May 3, 2018 | 9:32 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনার পর কোচ ড্যারেন লেহম্যান পদত্যাগ করার পর অস্টেলিয়া ক্রিকেট দলের নতুন দায়িত্ব নিলেন সাবেক অজি ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। নতুন এই কোচ জানিয়েছেন বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং কেমেরন ক্যানক্রফটকে।

বল টেম্পারিং ইস্যুতে ঠিক কতোটা জল ঘোলা হয়েছে সেটা দেখা গেছে। ওয়ার্নার-স্মিথদের চোখের জলই তো অনেকটা বুঝিয়ে দিয়েছে। স্মিথ, ওয়ার্নারকে এক বছর, আর ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এমন ঘটনাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে চাইছেন ৪৭ বছর বয়সী নতুন কোচ ল্যাঙ্গার, ‘ওরা ভুল করেছে। আমরা সবাই ভুল করি, ভুল থেকেই আবার শিক্ষা নিই।’

ওয়ার্নারকে নিয়ে অবশ্য দুঃখপ্রকাশ করেছেন ল্যাঙ্গার, ‘ডেবিড ওয়ার্নার ভুল করেছে। ওর জন্য বেশি খারাপ লাগছে। আমি ওর খেলা খুব পছন্দ করি। ওর ব্যাটিং কিংবা ফিল্ডিং দুটোই আমার পছন্দের।’

বিজ্ঞাপন

তবে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়কে দলে সুযোগ দেয়ার কথা বললেন নতুন কোচ, ‘ওরা সবাই দলে ফেরার সুযোগ পাবে, তবে ওদেরকে ঠিকমতো দেখাশুনা এবং সহায়তা করতে হবে। এছাড়াও সবকিছুর মধ্যে দিয়ে ওরা অস্ট্রেলিয়া ক্রিকেটের মর্যাদাকে ধরে রাখতে পারলে তাদের অবশ্যই স্বাগত জানাবো।’

বল টেম্পারিং ঘটনার পর পদত্যাগ করেছিলেন লেহম্যান। তবে ঘটে যাওয়া এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে চান নতুন কোচ। একই সঙ্গে দলের ভাবমূর্তিও ফিরিয়ে আনতে চান সাবেক এই অজি অপেনার।

অস্ট্রেলিয়া জাতীয় দলের নতুন কোচ হিসেবে সাবেক এই ওপেনারের দায়িত্ব চার বছরের জন্য। আগামী মাসে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ল্যাঙ্গারের নতুন মিশন। তার চার বছরের মেয়াদে দুটি অ্যাশেজ, একটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পাচ্ছে অস্ট্রেলিয়া। দলের দায়িত্ব পেয়ে উত্তেজনা আর স্নায়ুচাপ দুটোই বোধ করছেন নতুন কোচ, ‘কিছুটা নার্ভাস লাগছে, তবে নতুন দায়িত্ব পেয়ে বেশ উত্তেজনাও কাজ করছে। দিনটা স্মরণীয় হয়েই থাকবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন