বিজ্ঞাপন

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়’

May 4, 2018 | 1:20 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কক্সবাজার: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়েছেন তারা।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ওআইসির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করা হবে।

শুক্রবার (৪ মে) দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।

বিজ্ঞাপন

এরআগে শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায় আইসিভূক্ত দেশের ১১ জন পররাষ্ট্রমন্ত্রীসহ ৬৮ সদস্যের প্রতিনিধি দল। সেখানে সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তাদের অবহিত করা হয়। পরে বেলা ১১টায় উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা। ৩টি গ্রুপে ভাগ হয়ে তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। নারী সদস্যদের আলাদা একটি টিম শুনেন নারী নির্যাতনসহ স্পর্শকাতর বর্ণনা। এসময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে ওআইসি’র সহকারী মহাসচিব হাসমী ইউসুফ বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ওআইসি’র প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংকট মোকাবেলায় বাংলাদেশকে দেওয়া হবে সার্বিক সহযোগিতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন বর্ষায় পাহাড় ধসসহ যেকোনও প্রাকৃতিক দূর্যোগ থেকে রোহিঙ্গারা যাতে রক্ষা পায়, বিষয়টি গুরুত্ব পাবে ঢাকায় অনুুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে।

বিজ্ঞাপন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই এবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসলেন ওআইসির প্রতিনিধিরা।

আগামী ৫ ও ৬ মে ঢাকা অনুষ্ঠিত হবে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।ওআইসি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠকে রোহিঙ্গা সংকট অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল লিওনিদোভিচ বাগানোভ কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এই দুইজন ওআইসির সম্মেলনে যোগ দিতে আসলেও তাদের সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা সঙ্কট সমাধান করা।

বিজ্ঞাপন

গত বছরের আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন শুরু হলে সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে।

সারাবাংলা/এমএইচ/টিএম

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে ওআইসির প্রতিনিধিরা

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীরা

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন