বিজ্ঞাপন

ফাইনালের টিকিট ৭০-৪৫০ ইউরো

May 4, 2018 | 4:52 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

হারলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল লিভারপুল। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে শিরোপা লড়াইয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল।

ইতালির ফেভারিট রোমার বিপক্ষে সেমিফাইনালে দ্বিতীয় লেগের খেলায় ৪-২ গোলে হেরেছে লিভারপুল। আর প্রথম লেগে ৫-২ গোলে হেরেছিল রোমা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করে লিভারপুল। ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য সমান ১৬ হাজার ৬২৬টি করে টিকিট পাচ্ছে দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ইউক্রেনের রাজধানী কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৭০ হাজার হলেও ফাইনালে তা নামিয়ে আনা হয়েছে ৬৩ হাজারে।

বিজ্ঞাপন

ফাইনালে চার ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ৪৫০ ইউরোতে পাওয়া যাবে ফাইনালের টিকিট। আর ৭০ ইউরোতে সর্বনিম্ন দামে টিকিট ক্রয় করা যাবে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন