বিজ্ঞাপন

ঐতিহাসিক টেস্টে আইরিশদের দল ঘোষণা

May 4, 2018 | 5:47 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত জুনে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে ১১ ও ১২তম দল হিসেবে টেস্ট ক্রিকেটে পূর্ণ সদস্য দলের মর্যাদা দিয়েছে আইসিসি। এই ঘোষণা পাওয়ার পর ঘরের মাঠে টেস্ট অভিষেকের জন্য পাকিস্তানের মতো শক্তিশালী দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আয়ারল্যান্ড। আর ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলবে আফগানরা।

নিজেদের ঐতিহাসিক এ টেস্ট ম্যাচ খেলার জন্য শুক্রবার (৪ এপ্রিল) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আইরিশদের অপেক্ষা সাদা পোশাকে নিজেদের প্রথম ম্যাচ খেলার।

আগামী ১১ মে ডাবলিনের মেলাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলবে আইরিশরা। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো আয়ারল্যান্ড হোম কন্ডিশনে নিশ্চিতভাবেই অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে।

বিজ্ঞাপন

আইরিশদের ১৪ সদস্যের দল:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, এড জয়েস, তাইরো ক্যান, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রেইন, নেইল ও’ব্রেইন, বয়েড রানকিন, নাথান স্মিথ, পল স্টারলিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন এবং গ্যারি উইলসন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন